বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই ফ্রিল্যান্সিং অনেক জনপ্রিয় একটি পেশা। এর প্রধান কারন হলো এটি একটি মুক্ত পেশা।
আইটি সেক্টরের জনপ্রিয়তার দিক থেকে অনেকেই বেছে নিচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট এর মত পেশাগুলো।
যে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে
কিন্তু সমস্যা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। আমাদের দেশে বর্তমানে অসংখ্য ট্রেনিং ইনস্টিটিউট, যাদের রয়েছে হাজারো চটকদার বিজ্ঞাপন। হাজার হাজার ডলারের লোভ দেখানো বিজ্ঞাপন। অনেকেই আবার বলেন, মাত্র এক মাসেই ফ্রিল্যান্সিং শিখে ৫০০/১০০০ ডলার আয় করা নাকি কোন ব্যাপারই না! এতসব লোভনীয় বিজ্ঞাপনের ভিড়ে বিভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক।
এখন অনেকেই প্রশ্ন করেন কোন কাজ শিখলে বেশি আয় করা যাবে?
কোন কাজটি আমি খুব তাড়াতাড়ি শিখতে পারবো?
কোন কাজটি করা অবস্থায় আমি ইনকাম করতে পারবো?
কোর্স শেষে কি আমি ডলার আয় করতে পারবো?
এই ধরনের আরো অনেক প্রশ্নই করে থাকেন অনেকেই। এই প্রশ্নগুলোর উত্তরই আজকে দেওয়ার চেষ্টা করবো।
যে বিষয়গুলোর জেনে রাখা গুরত্বপূর্ণ
প্রথমত যেটা বলবো সেটা হলো আপনি প্রত্যেকটি কাজ সম্পর্কে আগে ধারণা অর্জন করুন। আসলেই কোন সেক্টরে কি কাজ। তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
তারপর আপনি চিন্তা করুন আপনার কাছে কোন কাজটি ভাল লাগে, কোন কাজটি আপনার কাছে সহজ মনে হয়। কোন কাজটি করতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
প্রত্যেকটি কাজেরই ব্যাপক চাহিদা রয়েছে । কিন্তু আপনাকে প্রথমে সেই কাজটি সম্পূর্নভাবে আয়ত্ত করতে হবে তবেই আপনি কাজটিতে সফল হতে পারবেন। যেকোন কাজ সম্পূর্ণ না শিখে কখনোই সে কাজে আপনি সফল হতে পারবেন না, সেটা যে কোন কাজই হোক।
সিদ্ধান্ত নেওয়ার যা মনে রাখা উচিত
অন্যের সফলতা দেখে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখলেন কিন্তু আপনি কোড মনে রাখতে পারেন না বা আপনার ভালো লাগে না তাহলে সেক্ষেত্রে আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট হবে। আবার গ্রাফিক ডিজাইন শিখলেন কিন্তু আপনি ক্রিয়েটিভ ডিজাইন করতে পারলেন না তাহলে সেখানেও আপনি ব্যর্থ।
তাই যে কাজটিই শিখতে চান না কেন আগে তার সম্পর্কে খুব ভালভাবে জেনে তারপর সিদ্ধান্ত নিন।
এখন আসি ইনকাম বা ডলার প্রসঙ্গে,
কোন কোর্স করেই আপনি ইনকাম করতে পারবেন না, যদি না আপনি সেই কাজটিতে পুরোপুরি দক্ষ হতে পারেন। স্কুল কলেজ শেষে যেমন আপনি চাকুরী পাবেন এমন কোন নিশ্চয়তা নেই তেমনই একটা কোর্স করেই আপনি হাজার হাজার ডলার পাবেন সেটারও নিশ্চয়তা নেই।
তবে আপনি সময় দিয়ে কাজটি যদি সম্পূর্ণরুপে আয়ত্ত করতে পারেন এবং পরিশ্রম করতে পারেন তবে সফলতা আসবেই এটার নিশ্চয়তা রয়েছে। একটি বিষয়ে দক্ষ হলে আপনাকে আয়ের কথা চিন্তা করতে হবে না। আপনার দক্ষতার মাধ্যমেই আপনি আয় করতে পারবেন।
তাই সর্বপ্রথম আপনার দক্ষতার উপর ফোকাস করুন। কেননা দক্ষতা ছাড়া কোন কাজেই আপনি সফল হতে পারবেন না।
ফ্রিল্যান্সিং সম্পর্কিত যেকোন বিষয়ে জানতে বা ফ্রি সেমিনারে অংশ নিতে চলে আসুন “রেনেসা ট্রেনিং সেন্টার” এ
অথবা যোগাযোগ করুন- ☎+880 1617-551633
Copyright © Renesa. All right reserved. Developed by Renesa IT Team
ABOUT US ||
PRIVACY POLICY ||
REFUND POLICY ||
SITE MAP ||
TERMS AND CONDITION ||
Contact